চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ইলেকট্রিক কার (ই-কার)।
মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হওয়া এই পরীক্ষামূলক কার্যক্রমে আগামী দুই দিন ক্যাম্পাসজুড়ে চলবে ৪টি ই-কার।
চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, “আজ থেকে দুইদিন ই-কারগুলো পরীক্ষামূলকভাবে চলবে। এর কার্যকারিতা ও ব্যবহার যাচাই করে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার দিয়ে পূর্ণাঙ্গ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ই-কারগুলো আনা হয়েছে এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মতামতের ভিত্তিতেই এই সেবার ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুষ্ঠু ব্যবহার হলে পরিবেশ দূষণ কমে আসবে এবং চবি ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াত আরও আরামদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
উদ্বোধনের সময় চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার নিজেই একটি ই-কার চালিয়ে কার্যক্রমের সূচনা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামিম উদ্দিন খান।
ই-কার সেবার শুরুতে চবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ। বিশেষ করে সমাবর্তনে অংশ নিতে ক্যাম্পাসে আগত অনেক সাবেক শিক্ষার্থী ই-কারে ঘুরে অভিজ্ঞতা নিতে দেখা গেছে।
লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন, “প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চবি ক্যাম্পাসে প্রকৃতিবান্ধব এই যানবাহনের সংযোজন সত্যিই যুগান্তকারী। আমি আমার স্ত্রীকে নিয়ে ই-কারে চড়েছি—ভালোই লেগেছে।”
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহনা বখতিয়ার বলেন, “ক্যাম্পাসে ই-কার আসছে শুনেছিলাম অনেক আগে। এবার চোখের সামনে দেখা গেল। আশা করি, সিএনজি ও ব্যাটারি রিকশাচালকদের দৌরাত্ম্য কিছুটা কমবে।”
চবি কর্তৃপক্ষ জানায়, পরীক্ষামূলক এই পর্যায়ে যাত্রী অভিজ্ঞতা, যন্ত্রের স্থায়িত্ব ও পরিচালনার খরচ বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সফল হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে এটি একটি মাইলফলক হয়ে উঠবে বলে প্রত্যাশা।
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পূর্বের অভিজ্...
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...