চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ ওমরা হজের এক মোয়াল্লেমকে আটক করা হয়েছে। আটক মোয়াল্লেম শাহিন আল মামুন রাঙামাটি পার্বত্য জেলার বাসিন্দা।
বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, জেদ্দা থেকে বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি সকাল ৮টা ৩৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলেন শাহিন আল মামুন নামে ওমরা হজের এক মোয়াল্লেম।
তিনি বলেন, বিষয়টি টের পেয়ে দ্রুত গিয়ে তাকে তল্লাশি শুরু করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।
‘আটকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে’— বলেন এ জনসংযোগ কর্মকর্তা।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...