চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অর্থায়নে স্থাপিত রপ্তানিমুখী কনটেইনার স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করেছে।
রোববার বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন, বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, সচিব ওমর ফারুকসহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান বলেন, “স্ক্যানার চালুর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে, পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বিশ্বব্যাপী সুনাম অক্ষুণ্ণ থাকবে।”
তিনি জানান, এটি আইএসপিএস কোড বাস্তবায়নের অংশ এবং স্ক্যানিং কার্যক্রম আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বন্দর সূত্র জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ‘ফাইভ আর অ্যাসোসিয়েটস লিমিটেড’ সরবরাহকৃত উন্নতমানের ফিক্সড স্ক্যানারটি স্থাপন করা হলেও রক্ষণাবেক্ষণ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কিছু সময়ের জন্য অপারেশনাল কার্যক্রম স্থগিত ছিল। এখন আগের প্রতিষ্ঠানকেই সাময়িকভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।