চট্টগ্রাম বন্দরে এবার বিএসসির ‘বাংলার সৌরভ’ জাহাজে আগুন
চট্টগ্রাম বন্দরে এবার বিএসসির ‘বাংলার সৌরভ’ জাহাজে আগুন
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৫/১০/২০২৪, ৮:২২:৩৮ AM
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে ‘বাংলার সৌরভ’ নামে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, এ ঘটনায় ৩৬ ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো জানা যায়নি।
কোস্টগার্ড জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার অভিযানে কোস্টগার্ড টাগ শিপ বিসিজিটি প্রমত্ত ও মেটাল শার্ক কয়েকটি টিমে বিভক্ত হয়ে কাজ করছে।
শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলার সৌরভ নামে জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেল পরিবহনের ট্যাংকার।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত ১২টা ৫০ মিনিটের দিকে বাংলার সৌরভ নামে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়েছি। কোরিয়ান ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওখানে গিয়েছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না।’
‘আমরা নৌ-বাহিনীর সাথে যোগাযোগ করেছি। তারা আগুন নেভাতে তাদের নৌ-যান পাঠাচ্ছে বলে জানিয়েছে। আমাদের ওইরকম কোনো ব্যবস্থা নেই।’ -যোগ করেন তিনি।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করা বাংলার জ্যোতি নামক ট্যাংকার থেকে তেল খালাসের সময় বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।