বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার সাড়ে ১০ টার পর চট্টগ্রাম মেট্রোপলিটন ৬ষ্ঠ এর বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট আদালতের আইনজীবীরা জানিয়েছে, ১২ টায় আদালতের কার্যক্রম শুরু হবে। সময় পুরো আদালত এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আদালত প্রাঙ্গন ঘিরে গড়ে তোলা হয় আলাদা নিরাপত্তা ব্যবস্থা। চিন্ময় ব্রহ্মচারীকে আদালতে হাজির করার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের লোকেরা ভিড় করেন চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে।
এর আগে গত সোমবার সন্ধ্যা সনাতনী সম্প্রদায়ের এ নেতাকে আটকের খবর পেয়ে নগরীর বিভিন্ন অলিগলি ও পাড়া মহল্লা থেকে সনাতনী সম্প্রদায়ের লোকজন জড়ো হন চেরাগী পাহাড় মোড়ে। সেখানে ‘হর হর মহাদেব, জয় শ্রীরাম, অবিলম্বে চিন্ময় প্রভুকে ছেড়ে দাও, দিতে হবে’ স্লোগান দেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। এ সময় চেরাগীতে অতিরিক্ত পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সনাতনীরা।
২৪ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশা ও নকল কাগজপত্র জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: ১। মোহাম্মদ আব্বাস (৩২)...
২৩ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে ত...