খাগড়াছড়ি জেলার গুইমারায় চাঁদা উত্তোলনের সময় দুই চাঁদাবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৮ মে) রাতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে একটি পেট্রোল দল গুইমারার জালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫)। অভিযানে সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে চাঁদা আদায়ের অবৈধ রশিদ জব্দ করে। ঘটনাস্থলে উপস্থিত ট্রাক চালক ও সাধারণ মানুষের কাছ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া যায়, যা চাঁদাবাজির সত্যতা নিশ্চিত করে।
পরে আটককৃতদের আইনানুগ ব্যবস্থার জন্য গুইমারা থানায় হস্তান্তর করা হয়। পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।” এই পদক্ষেপ পাহাড়ি এলাকায় চাঁদাবাজি বন্ধে নিরাপত্তা বাহিনীর সক্রিয় ভূমিকার প্রমাণ বহন করে।
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পূর্বের অভিজ্...
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...