খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষ জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক মিটন চাকমা নিহতের অভিযোগ তুলেছে সংগঠনটি।
রবিবার (১১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে ইউপিডিএফর মুখপাত্র নিরন চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। তবে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন এ ধরনের কোন হত্যাকাণ্ডের তথ্য পাননি বলে জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ অভিযোগ করে, জেলার পানছড়িতে সাংগঠনিক দায়িত্বে থাকার সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হয়েছে। গেল ৩০ অক্টোবরও পানছড়িতে প্রতিপক্ষের হামলায় ৩ ইউপিডিএফ কর্মী নিহত হয়।