কক্সবাজারের কুতুবদিয়ায় স্বপ্নের ঠিকানা পেলেন গৃহহীন আরো ৪১টি পরিবার। বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় কুতুবদিয়া উপজেলায় চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে নির্মিত ৪১টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, সহকারী ভুমি কমিশনার জর্জ মিত্র চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা জাইকার প্রতিনিধি জামাল উদ্দিন, কুতুবদিয়া থানার (তদন্ত) ওসি কানন সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর খান মাতবর, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, বিআরডিবি’র চেয়ারম্যান এস.কে লিটন কুতুবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।
অনুষ্ঠানের শেষে বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়ায় ২৪টি এবং কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ায় ১৭টি দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ মোট ৪১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।