চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মুহাম্মদ আসিফ (১৯) নামের এক কলেজছাত্র।
শনিবার (১৭ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের শের মিয়ার ছেলে এবং কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আসিফ একটি পিকআপ ভ্যানের পেছনে দাঁড়িয়ে কালুরঘাট সেতু পার হচ্ছিলেন। সেতু থেকে নামার সময় মাথা সেতুর নিচু উচ্চতার একটি ধাতব প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আসিফের প্রতিবেশী রাসেল জানান, রাঙ্গুনিয়ায় নানুর বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে একটি গরু ও কাঁঠাল নিয়ে পিকআপে করে বাড়ি ফিরছিল আসিফ। পথেই ঘটে এই দুর্ঘটনা।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “কালুরঘাট সেতুর সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পূর্বের অভিজ্...
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...