চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্তের দায়ে কাজল শেখ (৩০) নামের এক বখাটে যুবক কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ভ্রাম্যমান আদালত কর্তৃক।
জানা গেছে, উপজেলা শিকলবাহা ইউনিয়নের অন্তগত ২ নং ওয়ার্ডের শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীরা স্কুল আসা যাওয়ার পথে বেশ কিছুদিন যাবত নড়াইলের লোহাগাড়া উপজেলার বাসিন্দা নির্মাণ শ্রমিক কাজল শেখ অশ্লীল অঙ্গভঙ্গি এবং মন্তব্য করে আসছিল । স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে আজ (২৮ মে ) সকাল সাড়ে আটটার দিকে প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে উত্ত্যক্তকারী কবির শেখ কে আটক করে কর্ণফুলী থানাধীন শিকল বাহা পুলিশ ফাঁড়িতে খবর দিলে প্রথমে তাকে থানা হেফাজতে নেওয়া হয় । পরে কর্ণফুলী উপজেলা প্রশাসন ঘটানো অবহিত হয়ে উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) পীযূষ কুমার চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ।
এই ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী বলেন,
” বখাটে কবির শেখ কর্তৃক স্কুল শিক্ষার্থীদের ইভটিজিং এর সংবাদ পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাকে আটক করি এবং সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে । পরবর্তীতে ঐ বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং লোকজনের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত কবির শেখ কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বখাটেদের উৎপাত রোধে উপজেলা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ” ।
জনমনে স্বস্তি:
ভ্রাম্যমান আদালত কর্তৃক বাখাটে কবির শেখ কে শাস্তি প্রদান করাই কর্ণফুলী উপজেলার জনমনে স্বস্তি ফিরে এসেছে । স্থানীয় জনসাধারণের মতে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমগ্র উপজেলা এলাকায় আর কেউ স্কুল-কলেজগামী ছাত্রীদের ইভটিজিং করার সাহস পাবে না এবং অভিভাবকরাও ছাত্রীদের স্কুল -কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে থাকবে । অভিযুক্ত বখাটেকে এ ধরনের শাস্তি প্রদান করায় তারা উপজেলা প্রশাসনকেও ধন্যবাদ জানান ।