দেশের কাগজ শিল্পের অন্যতম প্রধান প্রতিষ্ঠান রাঙামাটির কর্ণফুলী পেপার মিল (কেপিএম)–এর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়ে নতুন করে ভাবছে সরকার, জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে কেপিএম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন,“আমরা দেশের শিল্পগুলোকে সম্পদ হিসেবে বিবেচনা করে স্বল্প সময়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনায় এগোচ্ছি। কর্ণফুলী পেপার মিলের যন্ত্রপাতি অনেক পুরোনো। এসব দিয়ে সর্বোচ্চ উৎপাদন সম্ভব নয়। আমরা এর অর্থনৈতিক দিক, আধুনিকায়ন এবং পরিচালনা পদ্ধতি নতুনভাবে পর্যালোচনা করছি।”
তিনি আরও বলেন, “দেশে কাগজের ব্যাপক চাহিদা রয়েছে। কেপিএম-এর বড় জায়গা ও কাঠামো আমাদের সম্পদ। বিদেশি কেমিক্যালে নির্ভর না করে দেশীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি।”
প্রতিষ্ঠানটি সরকারি মালিকানায় থাকবে, না কি ব্যক্তিমালিকানায় পরিচালিত হবে— এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান আদিলুর রহমান খান।
“এই মুহূর্তে আমরা ভাবছি কোন কাঠামোতে প্রতিষ্ঠানটি পরিচালিত হলে সবচেয়ে কার্যকরভাবে কাগজ উৎপাদন বাড়ানো যাবে। দেশের স্বার্থেই আমরা সমাধান খুঁজছি,” বলেন তিনি।
এর আগে বেলা ১২টায় কেপিএম গেস্ট হাউসে মিলের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ বলেন, “স্বল্পমেয়াদী পরিকল্পনায় পাল্প উৎপাদন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত–প্রতিস্থাপনের জন্য প্রায় ১২০ কোটি টাকা দরকার। তবে দীর্ঘমেয়াদে সম্পূর্ণ নতুন একটি পেপার মিল স্থাপন করাই হবে কার্যকর সমাধান।”
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...