বাংলাদেশ কোস্ট গার্ডের সফল অভিযানে ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ বোতল রয়েল টাইগার এনার্জি ড্রিংকস জব্দ করা হয়েছে।
এই ঘটনায় ৬ জন পাচারকারীকে আটক করা হয়েছে, যারা সবাই কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।
শনিবার (১৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে কক্সবাজার স্টেশনের সদস্যরা নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার নির্দেশ দিলে বোটটি সংকেত অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার ধাওয়ার পর বোটটিকে আটক করে কোস্ট গার্ড।
বোটে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ২৯১ বস্তা ইউরিয়া সার, ৯০৭২ বোতল রয়েল টাইগার (এনার্জি ড্রিংকস)।
পণ্যের বাজারমূল্য আনুমানিক ৭,৮১,৪১০ টাকা
এইসব পণ্য কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দকৃত সার ও ড্রিংকস কক্সবাজার কাস্টমসে, এবং আটককৃত পাচারকারীদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত অঞ্চলে অবৈধ পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে।