ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে গিয়ে এক হৃদয়বিদারক ঘটনার শিকার হলেন মোহাম্মদ রাজীব (২৮)। বন্ধুদের একজন সমুদ্রে ডুবে যাচ্ছিলেন—তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রাজীব। বন্ধুকে জীবিত উদ্ধার করতে পারলেও রাজীব আর ফিরলেন না। সাত ঘণ্টা নিখোঁজ থাকার পর রবিবার (৮ জুন) দিবাগত রাত ১২টার পর তার মরদেহ উদ্ধার করা হয় কক্সবাজার সৈকতের 'কবিতা চত্বর' এলাকা থেকে।
রাজীব চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার এলাকার বাসিন্দা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের সঙ্গে এসেছিলেন কক্সবাজারে। বিকেলে পাঁচ বন্ধু মিলে গোসল করতে নামেন উত্তাল সমুদ্রে। এই সময় এক বন্ধু হঠাৎই ভেসে যেতে থাকলে রাজীব ঝাঁপ দেন বন্ধুকে টেনে আনতে। বন্ধুটিকে নিরাপদে তীরে ফিরিয়ে আনলেও রাজীব নিজে সাগরের স্রোতে হারিয়ে যান।
নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় উৎকণ্ঠা। লাইফ গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা রাতভর অভিযান চালান। অবশেষে, রাত ১২টার পর রাজীবের নিথর দেহ ভেসে ওঠে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রাজীবের আত্মীয় কাজী হান্নান আহমেদ উৎস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজীব চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি দোকানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
ঈদের ছুটিতে হাজারো পর্যটকে মুখরিত কক্সবাজার। কিন্তু এমন মর্মান্তিক মৃত্যু নতুন করে সৈকত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যটক সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছে।
বন্ধুকে বাঁচাতে জীবন উৎসর্গ করা রাজীব হয়ে থাকবেন ভ্রাতৃত্ব ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। ঈদের আনন্দের মাঝে এই মৃত্যু কেবল তার পরিবার নয়, পুরো জাতিকেই শোকাহত করেছে।
সৈকতে নিরাপত্তা ও পর্যটকদের সচেতনতা জোরদারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে সচেতন মহল।
১ জুলাই, ২০২৫
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার, লেখক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।সোমবার (৩০ জুন) সন্ধ্যায় “চুপ্পু আউট: কে হচ্...
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
১ জুলাই, ২০২৫
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্র...