কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে বিমানের চাকা খুলে পরায় ঢাকায় জরুরী অবতরণ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬/৫/২০২৫, ১১:৩৭:০৫ AM

কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে বিমানের চাকা খুলে পরায় ঢাকায় জরুরী অবতরণ

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর একটি ফ্লাইট আকাশে উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। তবে ফ্লাইটটি জরুরি অবতরণের মাধ্যমে নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।


শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। এতে ৭১ জন যাত্রী, যার মধ্যে শিশুরাও ছিল, তারা সবাই নিরাপদ রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর গণমাধ্যমকে জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট লক্ষ্য করেন যে পেছনের একটি চাকা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানানো হয় এবং জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়।

দুপুর ২টা ২২ মিনিটে, পাইলট প্রথম চেষ্টাতেই ফ্লাইটটি সফলভাবে অবতরণ করাতে সক্ষম হন। বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি সেবা।

তিনি আরও জানান, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কেউ আহত হননি। ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

বিমানের বিশেষজ্ঞ দলের ভাষ্য অনুযায়ী, এক চাকাতেও বিমানের জরুরি অবতরণ সম্ভব।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রামজাতীয়

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...