চট্টগ্রামের মিরসরাই সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় আশীষ চন্দ্র পুরোহিত (৬৫) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় তাকে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার জুবলি রোড়ের সৈয়দ আহম্মদ চৌধুরী লেনের নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। চট্টগ্রাম আদালত ভবনে হামলা এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীফ হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী বিজিবি-৪ এর পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বুধবার দুপুরে ভারতে পালানোর সময় আশীষ চন্দ্র পুরোহিতকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ভারতের আধার কার্ড ও বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র দুটি মোবাইল, টাকা ও ব্যবহৃত কাপড় পাওয়া গেছে।
প্রাথমিক ভাবে আশীষ চন্দ্র পুরোহিত বিজিবিকে আরো বলেন, চিকিৎসার জন্য তিনি বৈধভাবে ভারতের ভিসা না পেয়ে চোরাই পথে বর্ডার পার হয়ে ভারত যাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনী পদক্ষেপ উপজেলার জোরারগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটককৃত আশীষ চন্দ্র পুরোহিতকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। চট্টগ্রামের আদালত ভবনে হামলা এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীফ হত্যার ঘটনায় সম্পৃক্ততা রয়েছে কিনা তদন্ত করা হবে।
২৪ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশা ও নকল কাগজপত্র জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: ১। মোহাম্মদ আব্বাস (৩২)...
২৩ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে ত...