মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পরও থামছে না ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ। মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরান ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা'র লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে আরও এক দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর এটি ইরানের পঞ্চম হামলা।
আইডিএফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানি হুমকি প্রতিহত করতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় রয়েছে। সতর্কতা সংকেত শোনার সঙ্গে সঙ্গে সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার আহ্বান জানানো হচ্ছে।”
বিবৃতির কিছুক্ষণ পর দক্ষিণ ইসরায়েলের একটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যাতে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেন, “ইরান ও ইসরায়েল উভয় পক্ষ শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছেছে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্য শান্তির পথে ফিরে যাবে।” তবে ইরান এই ঘোষণাকে ‘মিথ্যা দাবি’ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি।
ইরান জানিয়েছে, “ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে, তাহলে তারাও প্রতিক্রিয়ামূলক হামলা বন্ধ করবে।” তবে আইডিএফ-এর দাবি অনুযায়ী, ইরান নতুন করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের তীব্র আকার ধারণ করছে।
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি স্মরণ করা থেকে বিরত রাখার ঘটনা মৌলিক অধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। ...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের ...