ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত না হলেও যাত্রীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক থাকার খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ছিলেন ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পর্তুগিজ নাগরিক, ১ জন কানাডিয়ান নাগরিক।
বিমানটি আহমেদাবাদ শহরের এক ছাত্রাবাসের (হোস্টেল) উপর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হোস্টেল ভবনের ভেতরে কতজন অবস্থান করছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, আহমেদাবাদ বিমানবন্দর পরিচালনায় রয়েছে ভারতের আলোচিত আদানি গ্রুপ। দুর্ঘটনার পর বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে,“আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। তদন্তকারী কর্তৃপক্ষকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।”
তদন্ত শুরু করেছে ভারতের ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) ও এয়ারক্র্যাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো।
ব্রিটেন, পর্তুগাল ও কানাডা সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকদের অবস্থান নিশ্চিত করতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে।