আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল, 'হায় হোসাইন' ধ্বনিতে মুখরিত বন্দরনগরী

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬/৭/২০২৫, ২:২৯:২৪ PM

আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল, 'হায় হোসাইন' ধ্বনিতে মুখরিত বন্দরনগরী

প্রতি বছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে শিয়া সম্প্রদায় এক বিশাল মার্সিয়া মিছিল (তাজিয়া মিছিল) বের করেছে। রোববার (৬ জুলাই) সকালে নগরীর সদরঘাটের ইমামবাড়া থেকে শুরু হওয়া এই শোকমিছিল 'হায় হোসাইন, হায় হোসাইন' ধ্বনিতে চারদিকে এক শোকাবহ আবহের সৃষ্টি করে। শত শত শোকাতুর মুসল্লি মার্সিয়া ও শোকগীতি পাঠ করতে করতে মাতম করে মিছিলে অংশ নেন।


মার্সিয়া জুলুস কালীবাড়ি রোড হয়ে নিউমার্কেটে পৌঁছালে সেখানে পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা আমজাদ হোসাইন। তিনি তাঁর বক্তব্যে ইসলামের সুরক্ষায় হযরত ইমাম হোসাইন (আ.), তাঁর পরিবার-পরিজন এবং সঙ্গী-সাথীদের ৬১ হিজরীতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণের মধ্য দিয়ে যে মহান আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

মাওলানা আমজাদ হোসাইন বলেন, "আমাদের নিজেদের মধ্যে বিভেদ, কালি মাখামাখি, হানাহানি বন্ধ করতে হবে। পাশাপাশি বর্তমান বিশ্বে পবিত্র ধর্ম ইসলামকে কলঙ্কিত করার উদ্দেশ্যে যে সকল জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী ইসলামের নামে মানুষ হত্যাসহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সকল মানুষের কাছে সত্য দ্বীনকে সঠিকভাবে তুলে ধরতে হবে। তাহলেই ইমাম হোসাইন (আ.)-এর মহান ত্যাগ সার্থকতা লাভ করবে।" তিনি মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।

শোকমিছিলটি নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী মোড় ঘুরে পুনরায় সদরঘাট ইমামবাড়ায় ফিরে আসে। এর আগে সকালে সদরঘাট হোসাইনিয়া ইমামবাড়াগাহে শত শত মানুষের উপস্থিতিতে বিশাল মাসায়েব মজলিশ অনুষ্ঠিত হয়। মাসায়েব মজলিশে পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন ইয়াজিদী বাহিনীর হাতে ইমাম হোসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেন। এ সময় শত শত নারী-পুরুষের কান্না ও আর্তনাদে সদরঘাট ইমামবাড়াগাহের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্মরণ করা হয় কারবালায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। মাঝে মাঝে 'নারায়ে তাকবীর আল্লাহু আকবার', 'নারায়ে হায়দারি' হাঁকে প্রকম্পিত হতে থাকে চারপাশ। পেশ ইমামের বক্তব্য শেষ হতেই উপস্থিত সবাই হাত তুলে 'লাব্বাইক ইয়া হোসাইন' স্লোগান দিতে থাকেন।

এরপরই 'আলাম' ও 'তাবুত' সহকারে মার্সিয়া (শোকগীতি) পড়তে পড়তে খালি পায়ে শত শত নারী, পুরুষ, শিশু, ও কিশোর রাস্তায় নেমে আসেন। এ সময় তারা শোকাবহ কারবালার নানা ঘটনাবলি তাবুত (প্রতীকী কফিন), আলম (পতাকা), এবং স্লোগানের মাধ্যমে তুলে ধরেন। এই মিছিল ইমাম হোসাইন (আ.)-এর মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে।

এছাড়া পবিত্র আশুরার স্মরণে রবিবার বিকেলে নগরীর খুলশী আমবাগান থেকে আরও একটি তাজিয়া মিছিল বের হওয়ার কথা রয়েছে।

এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।

আজ ১০ মহররম। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন আজ। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত।

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

রাউজানে স্ত্রী-কন্যার সামনে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাউজানে স্ত্রী-কন্যার সামনে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

৬ জুলাই, ২০২৫

চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের উৎসবে মেতেছে দুর্বৃত্তরা। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একের পর এক রাজনৈতিক কর্মী খুন হয়ে চলেছে রাউজানে। নিহতদের বেশিরভাগ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী বলে জানা গেছে।সর্বশেষ আজ ৬ জুলাই (...

কক্সবাজারে আশুরঘোনায় পাহাড় ধসে দুই বসতবাড়ি বিধ্বস্ত

৬ জুলাই, ২০২৫

বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

৬ জুলাই, ২০২৫

আজ পবিত্র আশুরা

৬ জুলাই, ২০২৫

লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত, ব্যবসায়ী মহলে আতঙ্ক

৫ জুলাই, ২০২৫

চট্টগ্রামে বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (CUET) শিক্ষার্থীরা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্য নিরসন এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। শনিবার (৫ জুলাই) বিকেল ৪টা থেকে নগরীর ২ নং গেইটে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা ‘এই মুহুর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার’, ‘মেধার মর্যাদা রক্ষা করো’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি নিয়োগ কাঠামোয় ডিপ্লোমাধারীদের জন্য শতভাগ কোটা সংরক্ষণের ফলে বিএসসি ইঞ্জিনিয়াররা প্রতিযোগিতার বাইরে ঠেলে পড়ছেন। এটি শুধু বৈষম্য নয়, বরং শিক্ষার্থীদের দীর্ঘ চার বছরের কঠোর পরিশ্রম ও মেধার প্রতি চরম অবমূল্যায়ন বলেও মন্তব্য করেন তারা। প্রকৌশল শিক্ষার্থীদের জানানো ৩ দফা দাবি হলো: ১. নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী) নিয়োগে মেধার ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা ও শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ নিশ্চিত করা। ২. দশম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী) পদে সকল ডিগ্রিধারীর জন্য সমান সুযোগ রাখা। ৩. ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য আইন করে গেজেট প্রকাশ।

৫ জুলাই, ২০২৫