ফটিকছড়ির হারুয়ালছড়ি খাল থেকে ৩৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

সিটিজি পোস্ট প্রতিবেদক

ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৯ অক্টোবর, ২০২৫

ফটিকছড়ির হারুয়ালছড়ি খাল থেকে ৩৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বি বি ব্রিকস ফিল্ড সংলগ্ন হারুয়ালছড়ি খালে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টার এই অভিযানে প্রায় ৩৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হারুয়ালছড়ি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আলী আশরাফ। তিনি জানান, ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কোনো মামলা বা জরিমানা করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, খালের পার্শ্ববর্তী জমিতে অবৈধভাবে উত্তোলিত বালু মজুদ করে রাখা হয়েছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে বালুগুলো জব্দ করে।

অভিযান চলাকালীন স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর