ফটিকছড়ির ভাগ্য নিয়ে বিগত এমপি ছিনিমিনি খেলেছেন: কাদের গণি চৌধুরী
ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে ফটিকছড়িতে কোনো প্রকৃত উন্নয়ন হয়নি। ঠিকাদারি থেকে শুরু করে প্রতিটি কাজে কমিশন বাণিজ্য চালু ছিল—ফলাফল, ফটিকছড়ির জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন বিগত সময়ের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রচারপত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।
কাদের গণি চৌধুরী আরও বলেন, ফটিকছড়িতে বিএনপির যেসব নেতারা মনোনয়নপ্রত্যাশী, তারা সবাই কোনো না কোনোভাবে যোগ্য। তবে আগামীর সংসদে এমন একজন প্রতিনিধিকে পাঠাতে চায় ফটিকছড়িবাসী, যিনি জনগণের অধিকার ও এলাকার উন্নয়ন নিয়ে নির্ভয়ে কথা বলতে পারবেন।
তিনি বলেন, ফটিকছড়ি একটি ঐতিহ্যবাহী এলাকা, কিন্তু রাজনৈতিক গোষ্ঠীস্বার্থের কারণে এখানে উন্নয়নের গতি থেমে গেছে। এই বাস্তবতা বদলাতেই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে।
সিটিজিপোস্ট/এমএইচডি



.png&w=3840&q=75)
