পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, আন্দোলনের হুঁশিয়ারি
চট্টগ্রামের পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরির দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ফ্যাক্টরিটি পুনরায় খালে দূষিত বর্জ্য ফেলা শুরু করেছে এমন অভিযোগে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় পরিবেশ, কৃষিজমি ও জলজ প্রাণীর অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর পূর্বে পানি দূষণের অভিযোগে ফুলকলি ফ্যাক্টরিকে একাধিকবার জরিমানা করেছিল। স্থানীয়দের আন্দোলনের মুখে এক সময় দূষণ কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি আবারও সেই পুরোনো চিত্র ফিরে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, ফ্যাক্টরির বর্জ্যের কারণে খালের পানি এখন কালচে ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। মাছ মরে ভেসে উঠছে, আশপাশের জমির ফসল নষ্ট হচ্ছে, আর দূষণের কারণে এলাকার পরিবেশে নেমে এসেছে স্থবিরতা।
পটিয়া উপজেলা কৃষি অফিসার কল্পনা রহমান বলেন, “খালে বর্জ্য মিশে গেলে আশপাশের কৃষিজমি, জলজ প্রাণী ও পরিবেশের জন্য তা অত্যন্ত ক্ষতিকর। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।”
এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা অভিযোগ করেছেন, দূষণ রোধে ফ্যাক্টরির বর্জ্য শোধনাগারের কাজ দীর্ঘদিনেও সম্পন্ন হয়নি। তাদের দাবি, দ্রুত বর্জ্য শোধনাগারের কাজ শেষ করে খালে পরিশোধিত পানি ফেলার ব্যবস্থা নিতে হবে। অন্যথায় তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
সিটিজিপোস্ট/ এসএইচএস
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যাপক কুতুবউদ্দিন বাহার।বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবে...
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যা...