খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. শাহিন (৫৩) নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ। তিনি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে এবং স্থানীয় নাকাপা বাজারে তার চায়ের দোকান রয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে দোকানের পেছনে নিয়ে এই ঘটনা ঘটানো হয় বলে জানিয়েছে তার পরিবার। পরে শিশুটির বাবা ইমাম হোসেন বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন।
শিশুটির মা ও নানি বিকেলে তার শরীরে রক্ত দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা জানায়। পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার মেডিকেল অফিসার ডা. রোকসানা আক্তার জানান, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির পরিবার জানায়, অভিযুক্ত শাহিন তাদের পরিচিত হওয়ায় শিশুটি তাকে ‘নানা’ বলে ডাকত এবং প্রায়ই তার দোকান থেকে নাস্তা কিনত।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। শিশুটির বাবার দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”