জামায়াতের ৫ গণদাবী বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে: নুরুল আমীন চৌধুরী

সিটিজি পোস্ট প্রতিবেদক

আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ অক্টোবর, ২০২৫

জামায়াতের ৫ গণদাবী বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে: নুরুল আমীন চৌধুরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক নুরুল আমীন বলেছেন, ‘’ইতোপূর্বে জামায়াতের ৫ দফা দাবী নিয়ে গণসংযোগ করা হয়। এতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ করা যায়। এ দাবীগুলো এখন জনগণের দাবীতে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৫ দফা আদায়ের বিকল্প নেই। এ গণদাবী বাস্তবায়নে জনগণ উদ্বুদ্ধ হলেই ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশে অতীত নির্বাচনে জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফর্মুলা দিয়েছে। এখন যে ফর্মুলা দিয়েছে তা আর কখনো ফ্যাসিবাদ হয়ে ওঠার কোন দলের সুযোগ হবে না।’’

বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪ টায় কর্ণফুলীর ক্রসিংস্থ একটি কনভেশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, ‘’আমরা জনগণের কাছে যাচ্ছি। জনমত গঠনের চেষ্টা করছি। জনগণ আমাদের সাথে ঐক্যমত পোষণ করছে। তারা অতীতের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলনের মাধ্যমে ৫ দফা দাবী আদায় করা হবে, ইনশাআল্লাহ।’’

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট আবু নাছের’র সঞ্চালনায় অনুষ্টিত গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকা ও মিডিয়া সংগঠক গিয়াস আজাদ চৌধুরীসহ প্রমূখ।

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ