চট্টগ্রামের আনোয়ারার উপকূলীয় সাগর পাড় এলাকায় ফুল ছিটিয়ে ও র্যালীর মাধ্যমে বিদায় জানানো হলো প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষককে। ৪১ বছরের কর্মজীবন শেষে অবসর জনিত কারনে বিদায় নিলেন উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশোক চন্দ্র তালুকদার। সচারাচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে এমন বিদায়ী দেওয়া হলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে রাজকীয় বিদায় এটা আনোয়ারার প্রথম যা উপকূলীয় এলাকায় করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে প্রাক্তন ছাত্র পরিষদ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় থেকে বের হওয়ার সময় প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান কচিকাঁচা শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের উপর ছিটিয়ে দেন ফুলের পাপড়ি। হাতে থাকা ঝুড়ি, মুঠোভরা গোলাপ ও গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে তৈরি হয় এক রঙিন কার্পেট। আবেগঘন মুহূর্তে কেউ স্যারের পায়ে সালাম করে, কেউ আবার বুক ভরে জড়িয়ে ধরে বিদায় জানান। এতে পরিণত হয় এক আবেগঘন পরিবেশ। এছাড়া বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহার তুলে দেন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ইদ্রিস আলমের সভাপতিত্বে ও মোঃ ফোরখানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: মোশাররফ হোসেন। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী মো: আব্দুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ৷
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একজন নিবেদিতপ্রাণ শিক্ষক কেবল প্রজন্ম গড়েন না, সমাজকেও আলোকিত করেন। আশোক চন্দ্র তালুকদার স্যারের অবদান এ বিদ্যালয় ও অঞ্চলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
বিদায়ী সংবর্ধনায় আরও সম্মানিত হন সাবেক শিক্ষক মোহাম্মদ হাশেম। প্রয়াত শিক্ষক মরহুম আব্দুল কাদেরকে মরণোত্তর সংবর্ধনা জানানো হয়। নবাগত শিক্ষক শুভ চক্রবর্তীকে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে।
প্রাক্তন শিক্ষার্থী সাখাওয়াত সাহেদ, মোঃ সাহাবুদ্দিন, কাইছার, ফারুক, আবদুল্লাহ আল মনির, মোঃ নাছিম, সাকিব, ইমরান, মনির, শহিদ, মোঃ দিদার, মোঃ ফোরকান, সৈয়দ আকবর রুবেলসহ প্রাক্তন ছাত্র পরিষদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্থ ও শান্তিপূর্ণ অবসর জীবন কামনা করেন।
সিটিজিপোস্ট/এমএইচডি
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যাপক কুতুবউদ্দিন বাহার।বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবে...
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যা...