টেরিবাজারে গলার চেইন ছিনতাইকারী দুই যুবক গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮/৭/২০২৫, ১১:১২:২৫ PM

টেরিবাজারে গলার চেইন ছিনতাইকারী দুই যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় এক নারীর গলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।


ভুক্তভোগী নারীকে টিপ ছুরির ভয় দেখিয়ে ছিনতাইকারীরা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে জানায় পুলিশ। ঘটনাটি ধরা পড়ে এলাকার একটি দোকানের সিসিটিভি ক্যামেরায়। দ্রুতই ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ছিনতাইয়ের ঘটনাটি প্রচারিত হয় দৈনিক আজাদীর অনলাইন পোর্টালসহ বিভিন্ন মাধ্যমে। সংবাদ প্রকাশের এক ঘণ্টার মধ্যেই কোতোয়ালী থানা পুলিশ সিসিটিভি বিশ্লেষণ করে অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে থানার আশপাশের এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে পুলিশ সদস্যদের কয়েকটি দলে ভাগ করে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে থানার ভেতর থেকেই ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।”

পুলিশ জানিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও চুরি রোধে সিসিটিভি পর্যবেক্ষণ এবং গোপন নজরদারি আরও বাড়ানো হবে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা

পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা

৮ জুলাই, ২০২৫

চট্টগ্রামের পাহাড়তলী বাজার সংলগ্ন বিভিন্ন চালের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে একটি নিয়মিত তদারকি টিম। এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লক...