সাজেক রোডে দুর্ঘটনা, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, ১২ জন আহত
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

রাঙামাটি, (১৭ সেপ্টেম্ব) বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রুবিনা আফসানা রিংকি (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
সাজেক থানার ওসি কানন সরকার জানান, বুধবার দুপুরের দিকে সাজেক ইউনিয়নের হাউস পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পিকআপ গাড়িটি পাহাড় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
মরদেহ এবং আহত শিক্ষার্থীদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাত্ক্ষণিকভাবে সকলের নাম পরিচয় পাওয়া যায়নি।
.jpg&w=3840&q=75)



