চলতি বর্ষায় অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর ১৪২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসব সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং কার্পেটিং উঠে যাওয়ায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
চসিকের তালিকা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে প্রয়োজন ৪২৬ কোটি ৮৪ লাখ টাকা। পাশাপাশি স্ল্যাব নির্মাণে ৯ কোটি ৩৩ লাখ এবং নিরাপত্তা বেষ্টনীতে ২১ কোটি ২৯ লাখ টাকাসহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। তবে আর্থিক সংকটের কারণে কাজ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে চসিক জানায়। এ জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিশেষ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র বলেন, “বর্ষায় কী পরিমাণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা করা হয়েছে। সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ ও খালের পাড়ে নিরাপত্তা বেষ্টনীতে প্রায় পাঁচশ কোটি টাকা লাগবে। এজন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা যাবে।”
চসিকের প্রকৌশল বিভাগ জানায়, জরুরি ভিত্তিতে কিছু সড়কে কাজ শুরু হলেও বর্ষা শেষে পূর্ণাঙ্গ সংস্কার কার্যক্রম চালানো হবে।
ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে মুরাদপুর থেকে অক্সিজেন মোড়, জাকির হোসেন সড়ক, বায়েজিদ বোস্তামী সড়ক, সিডিএ এভিনিউ, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক, প্রবর্তক মোড় থেকে ২ নম্বর গেট, পিসি রোডের নিমতলা থেকে বড়পোল, সদরঘাট ও মাঝিরঘাট, বারিকবিল্ডিং থেকে ইপিজেড, কাটগড় থেকে সিমেন্ট ক্রসিং ও বিমানবন্দর সড়ক উল্লেখযোগ্য।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে সড়কে পানি জমে খানাখন্দ তৈরি হওয়ায় যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে এবং নগরবাসীকে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে।
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জ...