পৌরসভার হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রাঙামাটি পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন না করেই এখতিয়ার বহির্ভূতভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ।
মঙ্গলবার সকালে রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ দাবি করেন।
তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই ও ডাকাতি রোধে দ্রুত পদক্ষেপ, ফুটপাত দখলমুক্ত করা, কাপ্তাই হ্রদ থেকে কচুরিপানা অপসারণ, জলাবদ্ধতা ও শহরের যানজট নিরসন। এছাড়া জন্মনিবন্ধন ও নাগরিক সনদ করতে হয়রানি বন্ধ, মব সন্ত্রাস কঠোরভাবে দমন, নিত্যপণ্যের দাম কমানো এবং টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, নাগরিক সেবা বাড়ানোর উদ্যোগ না নিয়ে একতরফাভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি জনগণের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সিটিজিপোস্ট/জেউ
.jpg&w=3840&q=75)



