ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শেষ দিন আজ সোমবার মনোনয়নপত্র নিয়েছেন ৪৪২ জন। আজ সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। তবে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগঠনটির নেতা–কর্মীরা।
তবে, ঢাবি ছাত্রদলের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভিপি ও জিএস হিসেবে আবিদ আল হাসান এবং তানভীর বারী হামিম এবং এজিএস হিসেবে তানভীর আল মায়েদ এর নাম সামনে এসেছে।
এই বিষয়ে জানতে গেলে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামি সিটিজি পোস্টকে জানান, "ছাত্রদলের প্যানেল চূড়ান্ত করা হয়নি। ছাত্রদল তার প্যানেল দলীয় ফোরামে আলোচনা করে সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করে অতিদ্রুত জানিয়ে দিবে।"
তিনি আরো জানান, "ফজিলাতুন্নেছা মুজিব হলে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহে মব সৃষ্টি করে বাঁধা দেয়ার ঘটনার প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ও চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।"
ছাত্রদল ছাড়া মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ছাত্র জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক উমামা ফাতেমা মনোনয়নপত্র নিয়েছেন।
এদিকে, ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে লড়বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। তবে এই প্যানেল থেকে কে কোন পদে নির্বাচন করবেন সেটি এখনও ঘোষণা করা হয়নি। তবে, মনোনয়নপত্র নিয়েছেন আব্দুল কাদের (ভিপি পদপ্রার্থী),আবু বাকের মজুমদার (জিএস পদপ্রার্থী), আশরেফা খাতুন(এজিএস পদপ্রার্থী)।
ছাত্রশিবির প্যানেল থেকে ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান লড়বেন।
ছাত্র অধিকার পরিষদ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সাবিনা ইয়াসমিন। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।
বাম জোট থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শেখ ইতি আফরোজ ইমি। তিনি আগের সংসদে শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। আর সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।
এদিকে, অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত গত এক সপ্তাহে ডাকসুর বিভিন্ন পদে মোট ৫৬৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহের বাড়তি চাপ ছিল। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন নিয়েছেন। সর্বশেষ নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় সংসদে ভিপি, জিএসসহ পদ ছিল ২৫টি। এবার নতুন তিনটি পদ যুক্ত করায় মোট পদ হয়েছে ২৮টি। তবে হল সংসদে পদসংখ্যা আগের মতো ১৩টি করেই থাকছে।
ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে আজ সোমবার শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও স্বাধীনতার পর গত ৫৩ বছরে মাত্র ৮ বার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত মোট ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শেষবার, ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। সেই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নুরুল হক নূর নির্বাচিত হন। একই সালের ২৩ মার্চ দায়িত্ব নেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। সেই হিসাবে গত ২২ মার্চ, ২০২০ নির্ধারিত ৩৬৫ দিনের মেয়াদ পূর্ণ করেছে ডাকসুর বর্তমান কমিটি। পরবর্তীতে, অতিরিক্ত ৯০ দিন দায়িত্ব পালন শেষে ২২ জুন ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিলো সেই কমিটির মেয়াদ।
সিটিজিপোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' নামে প্যানেল ঘোষণা করেছে বাগছাসের সাবেক নেতারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চাকসু ভবনের সামনে প্যানেল ঘোষণা করেন তারা। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের হয়ে চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন মাহফুজুর রহমান, জি...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' নামে প্যানেল ঘোষণা করেছে বাগছাসের সাবেক নেতারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চাকসু ভবনের সামনে প্যানেল ঘোষণা করেন তারা। স্বতন্ত্র শিক্ষার্থী...