চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হওয়ার পাঁচ দিন পর মারা গেলো শিশু মো. সিয়াম (৮)। গত মঙ্গলবার রাতে রাজধানীর ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিয়াম কর্ণফুলীর শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) বোর্ডস্কুল পাঠানপাড়া এলাকার সিএনজি চালক মো. রাজুর ছেলে। স্থানীয় একটি মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিল সিয়াম৷ । দুই ভাই-বোনের মধ্যে সিয়াম ছিল সবার বড়।
স্থানীয় সূত্র জানায়, গত ২১ আগস্ট বিকেলে শিকলবাহার পাঠানপাড়া এলাকায় সাতকানিয়া ভবনের দুই তলার ছাদে বন্ধুদের সঙ্গে খেলছিল সিয়াম। অসতর্কতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে সে মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সিয়ামের বাবা মো. রাজু বলেন, “কাকে দোষ দেব বলেন? ভবন মালিক বারবার নিষেধ করা সত্ত্বেও বিদ্যুতের খুঁটির নিচে ভবন তুলল। পিডিবিও কেন ঘনবসতিপূর্ণ এলাকায় ৩৩ হাজার ভোল্টের লাইন রাখবে? পাঁচ দিনে ধারদেনা করে ৩ লাখ টাকা খরচ করেও ছেলেকে বাঁচাতে পারলাম না। এই লাইনে আর কত মানুষের মৃত্যু হলে কর্তৃপক্ষের টনক নড়বে?”
তার অভিযোগ, ভবন মালিক প্রথমে সহযোগিতার আশ্বাস দিলেও পরে যোগাযোগ বন্ধ করে দেন।
পটিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, “এই এলাকায় ৩৩ হাজার ভোল্টের লাইন অনেক আগে থেকেই ছিলো। এর মধ্যে ঝুঁকিপূর্ণভাবে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। যদি একটি সুরক্ষিত দেয়াল থাকত, তাহলে এ দুর্ঘটনা ঘটত না।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গতকাল বুধবার (২৭ আগস্ট) দুপুরে স্থানীয়রা মানববন্ধন করে ভবন মালিকের অবহেলা ও পিডিবির গাফিলতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙার দাবি তোলেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীকে (৫০) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোলাম নবী হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুনিরবিল গ্রামের মৃত মুন্সী বৈদ্যর ছেলে। বর্তমানে তিনি রাজনৈতিক কা...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীকে (৫০) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোল...