খাগড়াছড়িতে ধ/র্ষ/ণ/বি/রো/ধী আন্দোলন: আধাবেলা সড়ক অবরোধের ডাক

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে ধ/র্ষ/ণ/বি/রো/ধী আন্দোলন: আধাবেলা সড়ক অবরোধের ডাক

খাগড়াছড়িতে এক কিশোরীকে ধ/র্ষ/ণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার আধা বেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র,জনতা।

বুধবার (গতকাল) রাতে দলবদ্ধভাবে ধ/র্ষ/ণের শিকার হয় ওই কিশোরী। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে জেলা সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া, আদালত সড়ক, নারকেল বাগান ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আজকের মধ্যে আসামিদের গ্রেপ্তার না হলে বৃহস্পতিবার আধা বেলা সড়ক অবরোধের ঘোষণা দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা উক্যেনু মারমা। সঞ্চালনা করেন নেপোলিয়ন চাকমা। বক্তব্য দেন সুশীল সমাজের প্রতিনিধি সুমন চাকমা, বাগীশ চাকমা, কৃপায়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি ওয়াপাই মারমা, সাধারণ শিক্ষার্থী অংক্যমং মারমা প্রমুখ।

এদিকে ভোরে খাগড়াছড়ি সদর থানায় কিশোরীর বাবা মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রতিদিন রাত ৯টায় প্রাইভেট থেকে ফেরার পথে তাঁর মেয়ে ওই রাতে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ফসলের খেতে তাঁকে পাওয়া যায়। পরে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে সে চিকিৎসাধীন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আবদুল বাতেন জানান, অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম