রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দিন রিয়াজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৯ অক্টোবর, ২০২৫

রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ও পলাতক আসামি ছিলেন বলে জানিয়েছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া থানার মামলা নং–১০/৯৫, তারিখ ১৫/০৯/২০২৪ খ্রিঃ, ধারা–১৪৩/৪৪৮/৩৪১/৩৮৫/৪৩৫/৩৭৯/৪২৭/৫০৬(২) দণ্ডবিধি অনুযায়ী এবং রাউজান থানার সিআর–৬৭/১৩ (ধারা ৪৬৮/৪৭১ দণ্ডবিধি) ও সিআর–২৫৯/১১ (১৮৮১ ইং সনের ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারা) মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক এটিএম শিফাতুল মাজদার এর নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান, এসআই (নিঃ) মাফুজের রহমান এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ১৮ অক্টোবর ২০২৫ খ্রিঃ রাত ৮টা ৩০ মিনিটে সিএমপি চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাছির উদ্দিন রিয়াজের বিরুদ্ধে বর্তমানে একটি খুন, একটি নরহত্যা, একটি বিস্ফোরক দ্রব্য এবং একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে।
গ্রেফতারকৃত নাছির উদ্দিন রিয়াজের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকায়। তিনি মৃত মঞ্জুর হোসেন ও নুর জাহান বেগমের পুত্র।
রাঙ্গুনিয়া থানা পুলিশ জানিয়েছে, নাছির উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিটিজিপোস্ট/জাউ



.png&w=3840&q=75)
