চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাইরে থাকা ২১ খালের পুনরুদ্ধার ও উন্নয়নে কাজ শুরু করেছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রাক-প্রাথমিক সমীক্ষা শুরু করেছে নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান, যা চলতি বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটি খাল সংস্কারের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার কাজও করছে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, ২০২২ সালে ২১ খালের ফিজিবিলিটি স্ট্যাডি প্রণয়নের জন্য দরপত্র আহ্বান করা হলেও পূর্বনির্ধারিত প্রতিষ্ঠানগুলো কাজ করতে অস্বীকৃতি জানায়। এরপর ডা. শাহাদাত হোসেনের মেয়রত্ব গ্রহণের পর প্রকল্পটি নতুনভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ৩৬ খালের মেগা জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে, যা ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা। তবে সিডিএ’র প্রকল্পে অন্তর্ভুক্ত নয় এমন ২১ খাল থাকায় নগরের সম্পূর্ণ জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে না। চসিকের উদ্যোগ এই ২১ খাল সংস্কার ও উন্নয়নের মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্য রাখছে।
সিডিএ’র প্রকল্পের অধীনে কাজ করা লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌস আহমেদ বলেন, “জলাবদ্ধতা থেকে শতভাগ মুক্তি পেতে হলে সব ৫৭ খালের সংস্কার ও উন্নয়ন প্রয়োজন।”
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের বাকি ২১ খালের সংস্কার ও উন্নয়নের জন্য তাদের কার্যক্রম চলমান।
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জ...