দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোকাম্মেল হক তালুকদারকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
গতকাল সোমবার (৬ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোকাম্মেল হক তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশটি অনুমোদন ও কার্যকর করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তির কোনো প্রকার অপকর্মের দায়ভার দল নেবে না। পাশাপাশি যুবদলের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কিছু কর্মকাণ্ডে মোকাম্মেল হক তালুকদারের সম্পৃক্ততা প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর অবস্থান গ্রহণ করে।
এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, "যুবদল একটি আদর্শভিত্তিক সংগঠন। ব্যক্তিগত স্বার্থে বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ সংগঠনের ভাবমূর্তি নষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের নীতি ও আদর্শের প্রশ্নে আমরা কোনো আপস করব না।”
অন্যদিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, “দলীয় নিয়মনীতি লঙ্ঘনের প্রমাণ মিললে যেই হোক না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যুবদলকে আমরা শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিতে চাই।”
এদিকে, দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় কেন্দ্রীয় যুবদলের এ সিদ্ধান্তকে “শুদ্ধি অভিযান” হিসেবে দেখছেন তৃণমূল নেতাকর্মীরা। তাদের মতে, এই পদক্ষেপ দলের নীতির বাইরে কোনো কর্মকাণ্ড বরদাস্ত না করার কঠোর বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
সিটিজিপোস্ট/ এসএইচএস
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যাপক কুতুবউদ্দিন বাহার।বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবে...
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যা...