ফটিকছড়িতে সুয়াবিল ইউনিয়নের সীমানা পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ

সিটিজি পোস্ট প্রতিবেদক

ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩ অক্টোবর, ২০২৫

ফটিকছড়িতে সুয়াবিল ইউনিয়নের সীমানা পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের সীমানা পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে স্থানীয় জনগণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে সুয়াবিল বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ‘‘প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব অনুযায়ী ১১ নং সুয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডকে ফটিকছড়ি উত্তর (প্রস্তাবিত) উপজেলায় সংযুক্ত করার উদ্যোগ স্থানীয়দের মতামতের পরিপন্থী।’’ তারা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

অবরোধ চলাকালে এলাকার বিভিন্ন স্তরের মানুষ শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে দুপুরের দিকে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা জানিয়েছেন, তারা বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরবেন, যাতে সুয়াবিল ইউনিয়নের বর্তমান সীমানা অপরিবর্তিত রাখা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর