চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোরশেদুল আলম (৩৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকালে উপজেলার সদর ইউনিয়নের রুপকানিয়া নতুন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোরশেদুল আলম সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডিলার পাড়ার মৃত বদন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মোরশেদুল আলম নতুন পাড়ায় মাঠে কাজ করছিলেন। কাজের সময় কুদাল অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, মোরশেদুল আলমের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ কবির ভেট্টা বলেন,আমি ওই সময় এলাকায় ছিলাম না। বাড়ি এসে শুনলাম মোরশেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান,এখনও খবর পাইনি। তবে এলাকার দায়িত্বপ্রাপ্ত অফিসার থেকে নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়া হবে।
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীকে (৫০) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোলাম নবী হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুনিরবিল গ্রামের মৃত মুন্সী বৈদ্যর ছেলে। বর্তমানে তিনি রাজনৈতিক কা...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীকে (৫০) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোল...