যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়েছে। অন্তর্বর্তী সরকারের এ সাফল্যে রাজনৈতিক দলগুলো অভিনন্দন জানালেও শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কী চুক্তি বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা প্রকাশের দাবি তুলেছে বিএনপি ও জামায়াত। একইসঙ্গে তারা নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ঢাকার আজমপুরে এক সমাবেশে বলেন, “আজ একটা ভালো খবর আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ২০ শতাংশে নামানো হয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।” তবে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এটা শুধু শুল্কের বিষয় নয়, এর পেছনে কী চুক্তি হয়েছে তা জানা দরকার। পুরো দেনদরবার প্রকাশ করা উচিত।”
জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে শুল্ক কমানোয় সরকার ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যদি এর বিনিময়ে কিছু দিয়ে থাকে, তবে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত।” জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “শুল্ক কমানো অগ্রগতি, তবে আরও কমাতে হবে।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একে অন্তর্বর্তী সরকারের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, “৩৫ শতাংশ শুল্ক থাকলে দেশের পোশাকশিল্প বড় ধাক্কা খেত। শুল্ক কমায় প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে।”
রাজনৈতিক নেতারা মনে করেন, শুল্ক কমানো ইতিবাচক হলেও এর পেছনের সমঝোতার পুরো বিষয় প্রকাশ করা হলে জনগণ তা স্পষ্টভাবে জানতে পারবে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩০ আগস্ট, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক উ...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “বি...