চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে জোড়া খুনের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, তামান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন।
এর আগে চলতি বছরের ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে পুলিশ ছোট সাজ্জাদকে আটক করে। এর আগে ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিলেন নগরী পুলিশ কমিশনার। তার আগের দিন ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। তাঁর বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের দুই সপ্তাহ পর ২৯ মার্চ রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে গুলি চালিয়ে দুইজনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাসহ পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে ১০ মে রাত সাড়ে ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে পুলিশ তামান্না শারমিনকে হেফাজতে নেয়।
সিটিজিপোস্ট/এমএইচডি
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জ...