লাঙল প্রতীক নিয়ে তিন ‘জাপার’ কাড়াকাড়ি
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) নির্বাচনী প্রতীক লাঙল নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। এবার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাপা লাঙলের দাবি তুলেছে। তার দাবি, কাউন্সিলে নির্বাচিত হওয়ায় তিনিই বৈধ চেয়ারম্যান। তাই লাঙল প্রতীক জি এম কাদের নয়, তার নেতৃত্বাধীন জাতীয় পার্টিই পাবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম এ দাবি করেন। তবে জি এম কাদেরপন্থি জাপা এ দাবি নাকচ করে দিয়েছে।
এ দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানান, ‘‘বৈধ চেয়ারম্যান জি এম কাদেরই। পরবর্তী কাউন্সিল পর্যন্ত তিনিই চেয়ারম্যান। অন্য কারও ডাকা কাউন্সিল অবৈধ। ফলে লাঙল প্রতীক জি এম কাদেরেরই রয়েছে।’’
এর আগে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “জাতীয় পার্টির লাঙল প্রতীকের দাবিদার একাধিক, মালিক কে তা খুঁজে পাচ্ছি না।” জানা গেছে, বর্তমানে জাতীয় পার্টি নামে ছয়টি দল সক্রিয় রয়েছে। এর মধ্যে তিনটি দল লাঙল প্রতীক দাবি করছে।
সিটিজিপোস্ট/ এসএইচএস

.png&w=3840&q=75)


