চট্টগ্রাম কাস্টম হাউসে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড, সাময়িকভাবে বন্ধ শুল্কায়ন কার্যক্রম

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮/৭/২০২৫, ১:০৯:০৬ PM

চট্টগ্রাম কাস্টম হাউসে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড, সাময়িকভাবে বন্ধ শুল্কায়ন কার্যক্রম

চট্টগ্রাম কাস্টম হাউসের দ্বিতীয় তলায় ‘লং রুমে’ এসি বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ‘লং রুমে’ হুড়োহুড়ি শুরু হয়। সিএন্ডএফ (C&F) এজেন্ট ও কাস্টমস কর্মকর্তারা দ্রুত কক্ষ ত্যাগ করায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একজন কাস্টমস কর্মকর্তা বলেন, “দ্বিতীয় তলার একটি কক্ষে এসি বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে। তবে সবাই নিরাপদে সরে যেতে পেরেছে।”

অগ্নি নিয়ন্ত্রণে এলেও কক্ষটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় শুল্কায়নসহ অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগুনের তাপ ও ধোঁয়ায় কম্পিউটার, নথিপত্রসহ কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় দ্রুত তদন্ত ও যথাযথ নিরাপত্তাব্যবস্থার দাবি জানিয়েছেন বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টরা। তারা অভিযোগ করেন, সরকারি গুরুত্বপূর্ণ ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ভবিষ্যতে আরও ভয়াবহ হতে পারে।

চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং পরিস্থিতি স্থিতিশীল। পরবর্তী পদক্ষেপ হিসেবে কক্ষটি পরিষ্কার করে পুনরায় কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হবে।

ক্যাটাগরি:
চট্টগ্রামজাতীয়

চট্টগ্রাম ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে আবারো শীর্ষে কলেজিয়েট স্কুল, দ্বিতীয় খাস্তগীর

চট্টগ্রামে আবারো শীর্ষে কলেজিয়েট স্কুল, দ্বিতীয় খাস্তগীর

১০ জুলাই, ২০২৫

চট্টগ্রাম বোর্ডে এবারও এসএসসি পরীক্ষায় পাসের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে শীর্ষস্থান ধরে রেখেছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। বিদ্যালয়টি শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তির রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (১০ জুলা...