সহপাঠীদের মারধরে নবম শ্রেণির ছাত্র নিহত
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২২ অক্টোবর, ২০২৫
.png&w=3840&q=75)
চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীদের মারধরে মো. তানভির (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত তানভির হাটহাজারী পৌরসভার মুন্সিপাড়া এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে এবং আলিপুর রাহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হাটহাজারীর আলীপুরের ধোপার দীঘির পাড় এলাকায় পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিফিন ছুটির সময় স্কুলের বাইরে সহপাঠীদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে মারধরের শিকার হয় তানভির। মারধরের ফলে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তানভিরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে পুলিশ তানভিরের দুই সহপাঠীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা হলো—সামীর বিন সাইফ (১৬) ও মো. রবিউল ইসলাম (১৬)। তারা দু’জনই আলিপুর রাহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
গ্রেপ্তার সামীর বিন সাইফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সাইফউদ্দিনের ছেলে এবং রবিউল ইসলাম কনস্টেবল বাড়ির কবির আহম্মেদের ছেলে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তানভিরের সহপাঠী ও শিক্ষকরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সিটিজিপোস্ট/জাউ



.png&w=3840&q=75)
