চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জুঁইদণ্ডীর পেটু মিয়ার ছেলে আব্দুল কাদের (৫০), মোস্তাকের ছেলে আরিফ (২০) এবং আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (২৮)।
এর আগের দিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে কয়েকজন লুঙ্গি পরিহিত ব্যক্তিকে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার সৈনিক, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে, বাংলা দেশে” — এমন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার সূত্র ধরে শুক্রবার রাতে আনোয়ারা থানা পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “রাতের অন্ধকারে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যাপক কুতুবউদ্দিন বাহার।বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবে...
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যা...