চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রসুলাবাদ পাড়ার আবু তাহেরের ছেলে এয়াকুব (২০) এবং একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে রায়হান (১৮)।
জানা গেছে, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যাওয়া–আসার পথে দীর্ঘদিন ধরে কামার দিঘীর পাড়ের সাইনবোর্ড এলাকায় তাদের উত্ত্যক্ত করে আসছিল এ দুই যুবক। বিষয়টি ভুক্তভোগীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।
অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত এয়াকুব ও রায়হানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীকে (৫০) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোলাম নবী হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুনিরবিল গ্রামের মৃত মুন্সী বৈদ্যর ছেলে। বর্তমানে তিনি রাজনৈতিক কা...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীকে (৫০) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোল...