দীর্ঘ ৪১ বছর চাকরি জীবনের পর ইবতেদায়ীর সহকারি শিক্ষক হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দিয়ে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে বসিয়ে পুরো এলাকা ঘুরিয়ে মিছিল সহকারে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। যা পুরো এলাকাজুড়ে দৃষ্টান্তমূলক বিদায় সংবর্ধনা হিসেবে আলোচনার জন্ম দেয়।
এ শিক্ষক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইবতেদায়ীর সহকারী শিক্ষক ছিলেন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষককে আবেগঘন পরিবেশের মধ্যে এমন রাজকীয় বিদায় দেওয়া হয়। এর আগে মাদ্রাসা প্রাঙ্গণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ শিক্ষককে সম্মাননা ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। এসময় এ বিদায়ী শিক্ষককে বিদায় জানাতে মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ছুটে আসে। তারা তাদের প্রিয় শিক্ষক নিয়ে মাদ্রাসা জীবনের স্মৃতিচারণ করেন। হুজুরের সাথে সেলফি তুলে স্মৃতি করে রাখেন শিক্ষার্থীদের মুঠোফোনে। দিনব্যাপী সব আয়োজন শেষে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিদায়ী শিক্ষকের বিদায় শেষে ঘোড়ার গাড়িতে করে কয়েক কিলোমিটার দূরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
কান্না জড়িত কন্ঠে বিদায়ী শিক্ষক মাওলানা কাজী মোঃ আবুল কালাম বলেন, মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকতা শুরু করি। এখানে দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা করেছি। বিদায়ের এ দিনটি শিক্ষকতার জীবনে আজ আমার স্বার্থক দিন বলে মনে করি। এ স্কুলে শুরু থেকে এ পর্যন্ত যাদেরকে শিক্ষা দিয়ে বড় করেছি শিক্ষার্থীরা এবং মাদ্রাসার অধ্যক্ষ, সহকর্মী শিক্ষক, মাদ্রাসা পরিচালনা কমিটি আজ আমার বিদায় বেলায় এমন সুন্দর বিদায় দিয়েছে এটি কল্পনাও করিনি৷
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আব্দুল হান্নান বলেন, বিদায়ী এ শিক্ষক তার ছাত্রজীবন থেকে এলাকার ঘরে ঘরে গিয়ে কুরআন পাঠদান করাত। পরে চারপীর আউলিয়া মাদ্রাসায় তাকে ফোরকানিয়ায় শিক্ষকতার দায়িত্বে আনা হয়। সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দীর্ঘ ৪১ বছর শিক্ষকতার পরে নিয়মানুযায়ী শিক্ষকতার ইতি টেনে অবসর গ্রহন করেন তিনি। এ উপলক্ষে তাঁকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। যাতে তাঁকে দেখে শিক্ষকতার পেশায় তরুণ ও প্রবীণ শিক্ষকেরা উৎসাহিত হয়। এ প্রতিষ্ঠানে তার অনেক অবদান রয়েছে। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
এদিকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আব্দুল হান্নান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন, মাদ্রাসার গভর্নিং বড়ির সভাপতি মাওলানা মোঃ ওসমান গণি, নুর মুহাম্মদ, হাজী মোঃ ইউনুছ, লুৎফর এনাম চৌধুরী, মোঃ নাছির, আবু ছৈয়দ সাওদাগর, মোঃ সামশুল আলম প্রমুখ।
সিটিজিপোস্ট/এমএইচডি
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীকে (৫০) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোলাম নবী হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুনিরবিল গ্রামের মৃত মুন্সী বৈদ্যর ছেলে। বর্তমানে তিনি রাজনৈতিক কা...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীকে (৫০) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোল...