খাগড়াছড়িতে বিদ্যুৎবিল বিক্ষোভে প্রকৌশলীকে মারধর, নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে বিদ্যুৎবিল বিক্ষোভে প্রকৌশলীকে মারধর, নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ

খাগড়াছড়ি, (১৭ সেপ্টেম্বর) মিটারের চেয়ে অতিরিক্ত বিল লেখার অভিযোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় বিদ্যুৎ বিভাগের সহকারী আবাসিক প্রকৌশলী চঞ্চল মিয়াকে মারধর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

পানছড়ি থানার ওসি জসিম উদ্দিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার টি অ্যান্ড টি এলাকায় বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গ্রাহকদের মিটার রিডিংয়ের চেয়ে অতিরিক্ত বিল প্রদান করা হচ্ছিল। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যা সমাধান না হওয়ায় স্থানীয়রা সকালে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন।

ঘেরাও চলাকালে প্রকৌশলী চঞ্চল মিয়ার সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডা হয়। উত্তেজিত জনতা তাকে মারধর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

গ্রাহকদের অভিযোগ, অবৈধ সংযোগের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়া হচ্ছে এবং সাধারণ গ্রাহকদের অতিরিক্ত বিল দেওয়া হচ্ছে। সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ওসি জসিম উদ্দিন বলেন, নিরাপত্তাবাহিনী উত্তেজিত জনতাকে শান্ত করে। পরে গ্রাহকদের অভিযোগ শুনে লিখিত অভিযোগ জমা দিতে পরামর্শ দেওয়া হয়।

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম