প্রকৌশলী অধিকার আন্দোলনে উত্থাপিত শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি। পাশাপাশি, শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অতর্কিত পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তাঁরা ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এক বিবৃতিতে চুয়েট শিক্ষক সমিতি জানায়, প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। এসব দাবির মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং বা সহকারী প্রকৌশলী পদে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া নিয়োগ বা পদায়ন না করা, কোনো কোটার মাধ্যমে কিংবা সমমান পদ তৈরি করে নিয়োগ বন্ধ করা। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রীধারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ১০০% ডিপ্লোমা কোটা বাতিল করা। এছাড়া প্রকৌশলী ডিগ্রী ছাড়া কেউ যেন প্রকৌশলী পদবী ব্যবহার করতে না পারে, সে জন্য কঠোর আইন প্রণয়নের দাবি জানানো হয়।
চুয়েট শিক্ষক সমিতি মনে করে, এসব দাবি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে তাঁরা বুধবার (২৭ আগস্ট) শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, শান্তিপূর্ণ আন্দোলন দমন করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং অনাকাঙ্ক্ষিত।
বিবৃতিতে তাঁরা পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানায়। এছাড়া সরকারের প্রতি আহ্বান জানানো হয়, প্রকৌশলী শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন ও তাদের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের।
সিটিজিপোস্ট/এমএইচডি