চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আমদানি করা পূর্ণ কন্টেইনার (এফসিএল) পণ্য খালাসে আরোপিত চার গুণ ‘স্টোররেন্ট’ এক মাসের জন্য স্থগিত করেছে। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জট ও অপারেশনাল সমস্যা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে চলতি বছরের ১০ মার্চ থেকে চার গুণ স্টোররেন্ট কার্যকর ছিল। তবে ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এফসিএল কন্টেইনারের ক্ষেত্রে এই অতিরিক্ত চার্জ স্থগিত থাকবে। খালি কন্টেইনারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।’’
বন্দর সূত্র জানায়, ‘‘বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের দ্রুত কন্টেইনার ডেলিভারি নিতে আহ্বান জানিয়েছে, যাতে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকে।’’
এ বিষয়ে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান বলেন, “আমরা কখনো চার্জ বৃদ্ধির বিপক্ষে ছিলাম না, শুধু আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলাম। বন্দর কর্তৃপক্ষের হাত-পা বাঁধা। তবে এক মাসের জন্য স্টোররেন্ট স্থগিত হওয়াকে আমরা স্বাগত জানাই।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৬ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) অবৈধ নিয়োগ, পদোন্নতি ও চলতি দায়িত্বকে ঘিরে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ভারপ্রাপ্ত উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী। প্রতিষ্ঠানের অভ্যন্তরীন একটি নিয়োগ সিন্ডিকেটের মাধ্যমে তিনি সুবিধাভোগী হয়েছেন বলে অভিযোগ রয়েছে।নথি অনুযায়ী, আবু ঈসা আনসারী ২০০৫ সালের ২ এপ্রিল সিডিএর...
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
২৬ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) অবৈধ নিয়োগ, পদোন্নতি ও চলতি দায়িত্বকে ঘিরে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ভারপ্রাপ্ত উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী। প্রতিষ্ঠানের অভ্যন্তরীন একটি নিয়োগ সিন্ডিকেটের মা...