চট্টগ্রামের বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ে নবজাগরণ যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি পরিবেশবান্ধব “বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি।”
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ২টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ২৫০টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু সচেতনতা সম্পর্কে উৎসাহ সৃষ্টি করা হয়। অনুষ্ঠানে নবজাগরণ-এর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে মিলে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন।
নবজাগরণ-এর সভাপতি রকিবুল হাসান রাকিব বলেন, “পৃথিবীকে আমাদের রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঠেকাতে হলে তরুণদের এখনই উদ্যোগ নিতে হবে। একটি গাছ শুধু ছায়া বা অক্সিজেন নয়, এটি হচ্ছে জীবন, পরিবেশের রক্ষা-কবচ।”
তিনি আরও বলেন, “নবজাগরণ সবসময়ই বিশ্বাস করে, ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের শুরু হয়। এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের হাতে একটি বার্তা তুলে দিয়েছি—তোমরাই এই পৃথিবীর রক্ষক, তোমরাই সবুজ আগামীর পথপ্রদর্শক।”
বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ তৈরি করে, যা দীর্ঘমেয়াদে জাতি গঠনে ভূমিকা রাখবে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
ঋতুচক্রে বর্ষাকাল শেষ হলেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় সারাদিন বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। আজ রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জ...