গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বৃহৎ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর ২টায় শুরু হওয়া এ কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশ সফল করতে সারাদেশে প্রস্তুতি নিয়েছে ছাত্রদল। জেলা, মহানগর ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ৯০টি সাংগঠনিক দল গঠন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিকভাবে কর্মসূচি নেওয়া হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই স্থানে সমাবেশের ঘোষণা দেওয়ায় ছাত্রদল স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।
ছাত্রদল নেতারা জানান, একই দিনে পাশাপাশি অবস্থানে দুটি কর্মসূচি থাকায় তারা সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছেন। সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তি ও সমর্থন প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। তারেক রহমান সাংগঠনিক অভিভাবক হিসেবে দিকনির্দেশনা দিচ্ছেন। সমাবেশ থেকে জাতীয় স্বার্থ, ছাত্রসমাজের ভূমিকা ও শিক্ষা কার্যক্রমে বিঘ্ন প্রতিরোধ বিষয়ে বিশেষ বার্তা দেওয়া হবে।
কেন্দ্রীয় নেতৃত্ব ছয় দফা নির্দেশনা দিয়েছে— সমাবেশে কোনো ব্যানার-ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ইউনিটকে উপস্থিত থাকতে হবে, জরুরি সেবার যান চলাচলে সহায়তা করতে হবে, ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে আসা যাবে না এবং সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটকে নির্ধারিত স্থান পরিষ্কার করতে হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “সমাবেশ থেকে দেশ গঠনে ছাত্রসমাজকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে। কুচক্রী মহলের প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার বার্তা দেওয়া হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি জোরালো করা হবে।”
চট্টগ্রাম ব্যুরো জানায়, সমাবেশে নগরীর প্রায় আড়াই হাজার নেতাকর্মী অংশ নেবেন। তাদের যাতায়াতের জন্য বাসের পাশাপাশি একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম জানান, রেলওয়ে আবেদন করার পর একটি ট্রেন দিয়েছে, যার ভাড়া ১০ লাখ টাকা নিজেদের ও বড় ভাইদের সহযোগিতায় পরিশোধ করা হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩০ আগস্ট, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক উ...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “বি...