প্রথমবারের মতো সরকারের বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচিতে চট্টগ্রাম জেলা ও সিটি কর্পোরেশনে মোট প্রায় ২১ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম জানান, জেলার ১৫ উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১৩ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুরুতে ১ সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরু করার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৮ লাখ ১৯ হাজার ৫৯২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান ডব্লিউএইচও’র প্রতিনিধি ডা. খাদিজা আক্তার।
ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, প্রথম ১০ দিন স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে। এজন্য দ্রুত অনলাইনে নিবন্ধনের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এই এক ডোজ ইনজেকটেবল টিকা শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় সরকার প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকা দিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, টাইফয়েড স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, যা দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে ছড়ায়। প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং ১ লাখ ১০ হাজারের মতো মানুষের মৃত্যু ঘটে।
সিটিজি পোস্ট/এআই